৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

গাজীপুরে মহাসড়ক উচ্ছেদ অভিযানে উত্তেজনা, সার্ভেয়ারকে গণপিটুনি

আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নং সিএন্ডবি বাজার এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্ছেদ অভিযানের সময় সার্ভেয়ার রবিউল আলমকে স্থানীয়রা গণপিটুনির শিকার করেছেন। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযানে বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযানে অংশ নেন সওজের প্রকৌশলী খন্দকার শরিফুল আলমসহ অন্যান্য কর্মকর্তা, শ্রীপুর থানা ও মাওনা হাইওয়ে থানার পুলিশ, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ কর্মীরা।

স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেন, আলফাতুন্নেছা নামের এক নারী সওজ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে তার বহুতল ভবন উচ্ছেদ থেকে রক্ষা করেছেন। অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ভেঙে দেওয়া হয়েছে। সওজ বিভাগ অভিযোগটি ভিত্তিহীন বলে জানিয়েছে।

উচ্ছেদ কার্যক্রম চলাকালে ক্ষুব্ধ ব্যবসায়ীরা সার্ভেয়ার রবিউল আলম ও সহকর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে জনতা তাদের ঘেরাও করে গণধোলাই দেয়। এতে দুজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসা দেয়।

ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী সাধারণ মানুষ ও সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন এবং বৈষম্যের অভিযোগ দূর করতে আলফাতুন্নেছার তিনতলা ভবনের একাংশ ভেঙে দেন, যা পরিস্থিতি কিছুটা শান্ত করে।আশফাকুল হক চৌধুরী বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি বাজার থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত ৪ কিলোমিটার এলাকায় সওজের অধিগ্রহণকৃত জমিতে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এসব স্থাপনা উচ্ছেদে ২৮ আগস্ট গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। অভিযানের সময় হামলার ঘটনা দুঃখজনক। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network