৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

খয়রাবাদে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ!

আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ,ডিলার মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে ৩১ আগস্ট (রবিবার) খাদ্য বান্ধব চাল নিয়মকানুন তোয়াক্কা না করে ট্যাগ অফিসারের উপস্থিতিতে ইচ্ছেমতো পরিমাপের সঠিক মত চাল না দিয়ে ক্রেতাদের ৩০ কেজির নিয়ম থাকলেও ২৭,২৮,কেজি করে চাল দেয়ার অভিযোগ উঠেছে।

সরকার দেশের হত দরিদ্র পরিবারের খাদ্যের সমস্যার কথা চিন্তা করে প্রথমে নির্দেশেনা ১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু বর্তমানে সরকারের নির্দেশে ৫ টাকা কেজিতে বৃদ্ধি করে ১৫ টাকা দরে চাল বিক্রয় কার্যক্রম চলছে,এর মাধ্যমে গ্রামের হতদরিদ্ররা অভাবের সময়ে কম দামে চাল ক্রায় করতে পারবে বলে সরকার এই উদ্যোগ গ্রহণ করেন। সরকারের এ কর্মসূচির উদ্দেশ্য মহৎ হলেও জনাব মোঃ সাইফুল ইসলাম দুর্নীতিবাজের কারণ,স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ,মোঃ সাইফুল অনিয়মকে যেন নিয়মে পরিণত প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গরিবের পেটে লাথি মেরে টাকা হাতিয়ে নিচ্ছে ডিলার জনাব মোঃ সাইফুল ইসলাম, উপরঅস্ত্র কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। ভুক্তভোগী,জিয়ারুল হাওলাদার দেউলী গ্রামের জানান,৪৫০টাকার বিনিময় আমাদের ৩০ কেজি চাল দেয়ার কথা কিন্তুু ডিলার আমাদের চাল দিচ্ছেন বালতি দিয়ে তাতে আমি ২৮ কেজি পেয়েছি। এছাড়াও একাধিক ব্যক্তি অভিযোগ তবে প্রভাবশালী ডিলারের ভয়ে তারা মুখ খুলতে চায় না,বলেন আমাদেরকে চালে কম দেয়া হচ্ছে কেউ পাচ্ছি ২৭ কেজি অনেকে পাচ্ছে ২৮ কেজি। ৩১আগস্ট সরেজমিনে দেখা যায়, গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ বাজারে চাল বিক্রির ডিলার পয়েন্টে গেলে দেখা যায় ডিলার সাইফুল ইসলাম চেয়ার টেবিলে বসে গ্রাহকদের থেকে ১৫ টাকা কেজি দরে ৪৫০ টাকা চালের দাম বুঝে নিচ্ছেন, অথচ গ্রাহকদের ৩০ কেজি চাল না দিয়ে পরিমাপ ছাড়াই বস্তার মুখ খুলে চাল মেঝেতে রেখে প্লাস্টিকের বালতি দিয়ে নিজেদের ইচ্ছেমতো ক্রেতাদের ব্যাগে চাল ভরে দিচ্ছেন,ওই চাউলের বস্তা গুলো পাশের মুদি দোকানে নিয়ে পরিমাপ করা হলে কোন অবস্থায় ২৭,২৮,কেজির বেশি দেখা যায়নি,একদিকে চাল কম অন্য দিকে ৩ কেজির মুল্য হিসেবে নেয়া হচ্ছে ৪৫ টাকা ৪০০ জন কার্ডধারী লোক এই ডিলার পয়েন্টে রয়েছে,ডিলার যেমন চাল চুরি করছে তেমনি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন গরীব অসহায়দের টাকা। খয়রাবাদ ট্যাগ অফিসার জনাব মোঃ জোবাইদুল ইসলাম বাকেরগঞ্জ উপজেলা উপসহ কৃষিকর্মকর্তা বলেন তিনি আমাদের সাথে বিএনপি’র মিছিল মিটিং করেন ও রাজনীতির সাথে জড়িত,আমাদের খুব কাছের ছোট ভাই। এই বিষয়ে কিছু না করাই ভালো বলে মুঠোও ফোনে জানিয়ে ফোন কেটে দেয়,এবং পরবর্তীতে ফোন দিলে তিনি রিসিভ করেন না।

এই বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ খাদ্য বান্ধব চাল ৩০ কেজির কম দেওয়ার কোন নিয়ম নেই,তবে বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network