৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক ৬

আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী, পুরুষ ও শিশুসহ ৬ জন বাংলাদেশী নাগরিক বিজিবির হাতে আটক হয়েছেন। সোমবার (১লা সেপ্টেম্বর) বিকালে সীমান্তের বাঘাডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন পুরুষ হলেন- যশোরের শার্শা থানার শ্যামলাগাছি গ্রামের ওসমান গনির ছেলে আলমগীর হোসেন (৩৫) এবং ঢাকার উত্তর খান থানার চানপারা গ্রামের গোকুল মণ্ডলের ছেলে পরিমাল চন্দ্র মণ্ডল (৫২)।

মঙ্গলবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন বাঘাডাঙ্গা বিওপির টহল দল সোমবার বিকাল ৫টার দিকে সীমান্ত পিলার ৬০/৩৭-আর হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের লাবু মিয়ার মেহগনি বাগানের মধ্যে অভিযান চালিয়ে ৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করেন।

তারা বাংলাদেশ হতে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন। হাবিলদার জিনারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network