আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর খিলগাঁও রেলক্রসিংয়ে গাড়ি ছাড়তে দেরি হওয়ায় ট্রাফিক পুলিশের দুই সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর আহত দুই সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন এএসআই রবিউল হাসান ও কনস্টেবল রবিউল ইসলাম।ট্রাফিক মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করিম জানান, ট্রাফিক সদস্যরা নিয়ম অনুযায়ী সিগনাল সামলাচ্ছিলেন। সিগনালের একপাশ আটকে থাকায় গাড়ি ছাড়তে তাড়া দেওয়া হয়, যার ফলে একটি চিকিৎসকের সঙ্গে তর্ক শুরু হয়। পরে ওই চিকিৎসক কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে এসে ট্রাফিক পুলিশের দুই সদস্যকে মারধর করেন।
মারধরের ঘটনায় ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেনকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।খিলগাঁও থানার এসআই মো. গুলজার হোসেন জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বাকিদের খোঁজ নেওয়া হচ্ছে।ট্রাফিক মতিঝিল বিভাগের উপকমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী বলেন, “দায়িত্বে থাকা সদস্যদের উপর হামলার ঘটনা আইনগতভাবে যথাযথভাবে মোকাবিলা করা হবে।”