৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

জীবননগরে ২৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার

আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার হরিহরনগর গ্রামের ঘাটপাড়ার জসিমের বাড়ি থেকে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৪ লাখ ৭৪ হাজার টাকা। জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার দিবাগত রাত ১টার দিকে হরিহরনগর গ্রামের ঘাটপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ওই গ্রামের বুলের ছেলে জসিমের বসতবাড়িতে অভিযান চালিয়ে ২৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়।

এ ঘটনায় জসিমকে পলাতক দেখিয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network