আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৬৮ বোতল ফেন্সিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) রাতে উপজেলার কয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- জীবননগর থানার বেনীপুর গ্রামের আব্দুল দাউদের ছেলে আ. রহমান (৩০) এবং ঝিনাইদহের মহেশপুর থানার শ্রীনাথপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে এনামুল হক (৩৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফের্সসহ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলার কয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে কয়া ঈদগাহ ময়দান গেইটের সামনে মেইন রাস্তার উপর হতে দুজনকে আটক করে তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৬৬৮ বোতল ফেন্সিডিল। এছাড়া জব্দ করা হয় মাদক বহনকাজে ব্যবহৃত একটি পাওয়ার টিলার। জব্দকৃত ফেন্সিডিল এবং পাওয়ার টিলারের আনুমানিক মূল্য ১৪ লাখ ৩৬ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।