আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) সকাল ১১টার সময় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হোসেন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইব্রাহিম খলিল, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর রহমানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী জীবন চন্দ্র সেন, সদস্য সচিব শ্রী প্রশান্ত কুমার দাসসহ জীবননগরের ২৫টি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল পূজামণ্ডপে ইউএনও, ওসি ও মন্দির কমিটির সভাপতি-সম্পাদকের মোবাইল নম্বর দূশ্যমান জায়গায় টাঙানো, সিসি ক্যামেরা সচল রাখা, বিদ্যুৎ সংযোগ সঠিকভাবে স্থাপনসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।