১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

গৌরনদীর বাটাজোর ইউনিয়নে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী প্রতিনিধি।।জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে জাকের পার্টির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গৌরনদী উপজেলার কলেজ মসজিদ ময়দানে এক সাংগঠনিক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

জাকের পার্টি গৌরনদী পৌরসভা সভাপতি ইউনুস মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির বহির্বিশ্ব সদস্য মাসুম এলাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা জাকের পার্টির সভাপতি রিয়াজ মোর্শেদ জামান খান, সহসভাপতি হাজী মাস্টার মঞ্জুর এলাহী, সাধারণ সম্পাদক বাচ্চু শরীফ, সাবেক সভাপতি মাস্টার মোতাবেক হোসেন, মহিলা ফ্রন্ট বরিশাল জেলা সাধারণ সম্পাদিকা হাসিনা বেগম লিপি, গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি নজরুল ইসলাম, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট গৌরনদী উপজেলা সভাপতি এমদাদুল ইসলাম, বরিশাল জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গৌরনদী উপজেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি সৈয়দ শাহীন এবং সহিদুল ইসলাম টুকু , আমিনুল ইসলাম প্রমুখ।

 

অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক জনগণ অংশগ্রহণ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network