১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

মা-মেয়ে গাঁজাসহ গ্রেপ্তার

আপডেট: অক্টোবর ৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে রসুলবাগ জামিয়া মসজিদ সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলম। এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং ১১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আবিরপাড়া গ্রামের মোমেনা বেগম (৫০) ও তার কন্যা রত্না খাতুন (২৪)। তারা সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) শাহীনূর আলম জানান, মা ও মেয়ে দু’জনই মাদক বিক্রির সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network