১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

জিয়া স্মৃতি পাঠাগারের স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন করলেন নুরুল ইসলাম নয়ন

আপডেট: অক্টোবর ১২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি :
চরফ্যাশনে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সেবা ক্যাম্প চালু হয়েছে।
রবিবার (১২ অক্টোবর ) সকাল ১১ টায় পৌর শহরের ফ্যাশন স্কয়ারে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বেলুন উড়িয়ে দিনব্যাপী গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সেবা কার্যক্রমের শুভ সূচনা করেন। এ সময় নুরুল ইসলাম নয়ন বলেন, যুবকেরা আমাদের দেশের চালিকা শক্তি, যুব সমাজের এ ধরনের উদ্যোগকে বিএনপি সব সময় সাধুবাদ জানায়। মাদক মুক্ত সমাজ গড়তে যুবকদেরকে মানবকল্যাণে কাজ বাড়াতে হবে। তাহলে আমাদের প্রিয় বাংলাদেশ আরো এগিয়ে যাবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, কয়ছর আহমেদ কমল, যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্রু, উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক কামাল গোলদার,উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।
জিয়া স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে জানানো হয়,
এই স্বাস্থ্য সেবা ক্যাম্পে কয়েকশ মানুষকে প্রয়োজনীয় ফ্রী চিকিৎসা প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তারগন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network