১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

রূপগঞ্জে উপজেলা সাংবাদিক কার্যালয়ের শুভ উদ্বোধন

আপডেট: অক্টোবর ৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিকদের সংগঠন ও পেশাগত কার্যক্রমে গতি আনতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে “উপজেলা সাংবাদিক কার্যালয়।

রবিবার (৫ অক্টোবর) বিকেলে রূপগঞ্জ থানা সংলগ্ন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক নাজমুল হুদা, সঞ্চালনা করেন সাংবাদিক জয়নাল আবেদীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মুমিনুল হক সরকার।

স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট ইসরাফিল ইসলাম এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আকমামুল হক। পরে মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন সাংবাদিক মো. রাশেদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মোল্লা বলেন,
রূপগঞ্জের সংবাদকর্মীরা নিষ্ঠা ও সাহসের সঙ্গে কাজ করছেন। এই কার্যালয় হবে সাংবাদিকদের মিলনকেন্দ্র এবং জনগণের কাছে সত্য সংবাদ পৌঁছে দেওয়ার এক নতুন প্ল্যাটফর্ম।

সমাপনী বক্তব্যে সাংবাদিক রুহুল আমিন বলেন,
রিপোর্টার উপজেলা কার্যালয়ের মাধ্যমে রূপগঞ্জের সাংবাদিকতা আরও সংগঠিত ও জনমুখী হবে।

অনুষ্ঠানের শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা সাংবাদিক কার্যালয়ের এই উদ্বোধন রূপগঞ্জের সংবাদকর্মীদের মাঝে এক নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জাগিয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network