১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

চিরনিদ্রায় শায়িত হলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিপলু

আপডেট: অক্টোবর ৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু। সোমবার (৬ই অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে তার ২য় জানাজা অনুষ্ঠিত হয়। ১ম জানাজা অনুষ্ঠিত হয় ঢাকার মোহাম্মদপুরে। জানাজা শেষে মরদেহ দাফন করা হয় চুয়াডাঙ্গা পৌরশহরের জান্নাতুল মাওলা কবরস্থানে।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা ১ আসনের সাবেক সাংসদ শামসুজ্জামান দুদু, জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুর রহমান পিটু, সাধারণ সম্পাদক এমএ তালহা, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা। এছাড়া জানাজায় অংশগ্রহণ করেন জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ।

উল্লেখ্য, শনিবার দিবাগত গভীর রাতে ঢাকা ধানমন্ডির ভাইয়ের বাসায় ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফরিদুল ইসলাম শিপলু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী, ৩ সন্তান ও ২ ভাইসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফসহ দলীয় নেতাকর্মীগণ। এছাড়া শোক জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতকর্মীরা।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network