আপডেট: অক্টোবর ৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:: স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন শাখার সদস্য এবং তরুণ উদীয়মান সমাজকর্মী মোহাম্মদ মাহাদি হাসান সাবিল দুরারোগ্য ক্যান্সারের আক্রান্ত হয়ে, দীর্ঘ চিকিৎসা পরবর্তী ০৬ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৭:১৫ ঘটিকায় ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
সাবিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে গর্বের বাকেরগঞ্জের সদস্যদের মাঝে ও বাকেরগঞ্জ উপজেলাব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যু পরবর্তী সাবিলের মরদেহ গ্রামের উদ্দেশ্যে নিয়ে রওয়ানা দেওয়া হয়েছে।
গর্বের বাকেরগঞ্জ পরিবার বর্গ সহ বাকেরগঞ্জের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোকবার্তা প্রকাশ!