১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

অদক্ষ কর্মকর্তাদের ছাটাইয়ের দাবিতে চরফ্যাশনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

আপডেট: অক্টোবর ৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি :
২০১৭-২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবীতে চরফ্যাশনে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চরফ্যাশন শাখার সামনে শরীফ পাড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম,চরফ্যাশন এর পক্ষ থেকে এ মানববন্ধন করা হয়।
এ সময় গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন অধ্যাপক মামুন আলম, মোহাম্মদ নুরুননবী আল মামুন, প্রভাষক বাহারুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুল আলম, ইসমাইল, হোসেন, আব্দুল্লাহ হাসান প্রমুখ।
বক্তারা বলেন,
ইসলামী ব্যাংক এদেশের বিপুল সংখ্যক মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার ব্যাংক। এ ব্যাংকের প্রতিষ্ঠাতারা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের বহু মানুষকে সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ দান করেছেন। আমরা গ্রাহকরা এই ব্যাংকের সাথে লেনদেন, বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য করে, আমাদের অর্থনৈতিক জীবনযাত্রা সমৃদ্ধ করেছি। ব্যাংকটি বাংলাদেশের পরপর কয়েকবার সেরা ব্যাংক হয়েছে এবং দক্ষিণ এশিয়াতেও শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু গত ফ্যাসিস্ট সরকারের কুদৃষ্টি এই ব্যাংকের উপরে পরে। তারা দিনদুপুরে ব্যাংকটি দখল করে নেয়। প্রায় দেড় লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করে। এবং অবৈধভাবে পটিয়া উপজেলা থেকে ১২ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করে। যারা ছিল অযোগ্য, অদক্ষ এবং নিয়োগের কোন বৈধ প্রক্রিয়া মানা হয়নি। ব্যাংক তাদেরকে বৈধ করার জন্য পরীক্ষা নিতে উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু মাত্র ৪০০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বাকিরা আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করছে। ব্যাংকের সুনাম সুখ্যাতি ধ্বংসের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে গ্রাহক সমাজের পক্ষ থেকে আমাদের দাবি স্পষ্ট: ব্যাংক অবৈধভাবে দখলকারীদেরকে মামলা দিতে হবে এবং গ্রেপ্তারের উদ্যোগ গ্রহণ করতে হবে। ইসলামী ব্যাংক থেকে লুটপাটকৃত সকল অর্থ ফেরত আনতে হবে এবং এর সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনতে হবে। যারা বৈধ হওয়ার প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং ব্যাংকের সুনাম সুখ্যাতি ধ্বংস করছে, তাদেরকে মামলা দিতে হবে এবং গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ব্যাংক শতভাগ ফ্যাসিজম মুক্ত করতে হবে এবং অবৈধ নিয়োগকৃতদের অবিলম্বে ছাঁটাই করতে হবে। এবং নতুন করে দক্ষ জনবল নিয়োগ দিতে হবে। যারা নিজেদেরকে যোগ্যতার সাথে ইসলামী শরিয়া নিশ্চিত করে ব্যাংকটি পরিচালনার মধ্য দিয়ে আবার মর্যাদার আসনে অধিষ্ঠিত করবে।
মানববন্ধনে ব্যাংকটির শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network