১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

দুমকিতে প্রজনন মৌসুমে ইলিশ শিকার: দুই জেলের দুই মাসের কারাদণ্ড

আপডেট: অক্টোবর ৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি:: ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে পটুয়াখালীর দুমকিতে দুই জেলেকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামের আ. সোবাহান হাং (৫৫) এবং আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের সোহরাপ মৃধা (৫২)। এ সময় কাইয়ুম (১৪) নামে এক অপ্রাপ্তবয়স্ক জেলেকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আঙ্গারিয়া ও পাতাবুনিয়া এলাকার পায়রা নদীতে অভিযান চালিয়ে নৌকা ও জালসহ তাদের আটক করা হয়। পরে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন বলেন, দণ্ডপ্রাপ্ত দুই জেলেকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হবে।মৎস্য কর্মকর্তা আরও জানান, প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network