১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

অবৈধ স্টাফ ছাটাইয়ের দাবিতে বরিশালে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

আপডেট: অক্টোবর ৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম বরিশালের উদ্যোগে দখলদার এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত ১১ হাজার কর্মকর্তা কর্মচারীকে অনতিবিলম্বে ছাটাইয়ের দাবিতে বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় নগরীর সদররোড টাউন হল সম্মূখে এই কর্মসূচীতে অংশ নেন প্রায় শতাধিক গ্রাহক।

বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন গ্রাহক ফোরামের নেতা মোঃ আব্দুল রাজ্জাক। বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের নেতা মাহমুদুল হাসান কামাল, আব্দুর রহীম, মোঃ সালেহ উদ্দীন, মাওলানা সাহাদাত হোসেন, মীর মাহবুবুর রহমান, আব্দুল হাই, মাহাদী হোসাইন, মোঃ ইব্রাহীম সহ আরো অনেকে।
বক্তারা বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের অবৈধ দখলদার এস আলম গ্রুপ বিনা নিয়োগ পরীক্ষায় ১১ হাজার কর্মী নিয়োগ দিয়েছে। যাদের কোন যোগ্যতা নেই। তাদেরকে পুনরায় নিয়োগ দেওয়া যাবে না এবং তাদের নিয়োগ বাতিল করতে হবে। অনতিবিলম্বে এসব ফ্যাসিস্টের দোসরদের ইসলামী ব্যাংক থেকে বিতাড়িত করে প্রতিষ্ঠানকে কলুসমুক্ত করতে হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network