আপডেট: অক্টোবর ১৪, ২০২৫
ভারতীয় মদসহ আটক ব্যক্তি মো. রউফ
চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৯ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ই অক্টোবর) সন্ধ্যায় দর্শনা রেলইয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. রউফ (৪৮) দর্শনা পৌরশহরের ইসলামবাজার এলাকার মৃত রুস্তমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে দর্শনা রেলইয়ার্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মো. রউফ নামের একজনকে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় বিভিন্ন ব্র্যান্ডের ৯ বোতল ভারতীয় মদ ও ১টি মোবাইল ফোন।
জব্দকৃত মদ ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।