২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

দর্শনায় ছাগলের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট: অক্টোবর ২৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার দর্শনায় ছাগলের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে জীবন আহমেদ (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিরার দুপুরে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জীবন আহমেদ মদনা গ্রামের হাজী আবেদ আলীর নাতি এবং সেলিমের বড় ছেলে।

নিহতের এক খালা জানান, মদনা গ্রামে জীবন আহমেদের মুদিখানা ও ভূষিমালের দোকান আছে। দুপুরে সে ছোটভাইকে দোকানে রেখে দোকানের মালামাল কেনার জন্য মোটরসাইকেলযোগে দর্শনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের নিকট সড়কে একটি ছাগলের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সড়কের পাশে থাকা গাছের গুড়িতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। তাকে উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

অ্যাম্বুলেন্সযোগে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে়ছে পুলিশ।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network