২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

নাজিরপুরে ঝুঁকিপূর্ণ সেতু, শঙ্কা নিয়েই পারাপার

আপডেট: অক্টোবর ২৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১নং মাটিভাঙা ইউনিয়নের দক্ষিন বানিয়ারী বাজার সংলগ্ন খালের উপর নির্মিত গার্ডার সেতুটি বেহাল দশায় পড়ে আছে। প্রায় তিন যুগ পেরিয়ে গেলেও সেতুটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে স্থানীয়রা প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার করছেন।

স্থানীয়রা জানাচ্ছেন, সেতুটি এরশাদের শাসনামলে উপজেলা জাতীয় পার্টির সভাপতি খালেকুজ্জামান মাস্টার উদ্যোগে নির্মাণ করা হয়েছিল।কিন্তু দীর্ঘদিন ধরে ব্রিজের ঢালাই উঠে গেছে, সিমেন্টের খুঁটিগুলো ধসে পড়েছে এবং ব্যবহার করা রডের উপর দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো নিরাপত্তা নেই। প্রায় এক দশক ধরে স্থানীয়রা কাঠের পাটাতন দিয়ে চলাচল করছেন।
এ এলাকায় চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানিয়ারী মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, জামে মসজিদ, মন্দির এবং বানিয়ারী বাজার অবস্থিত। স্থানীয় শিশু শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের জন্য ব্রিজটি অতীব গুরুত্বপূর্ণ।কৃষক শওকত খান বলেন, “রাস্তাও কাচা, পোলও ভালো না, তাই উৎপাদিত সবজির ন্যায্য মূল্য পাই না।” ব্যবসায়ী মো. আতিয়ার মোল্লা জানান, “২৫ বছর ধরে এখানে ব্যবসা করছি, কোনো সংস্কারের ছোঁয়া দেখা যায়নি।”
ইউপি সদস্য শেখ মো. জুয়েল আহ্মেদ উজ্জল বলেন, “আমরা স্থানীয়ভাবে সামান্য টাকা তুলে কিছু মেরামত করি, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না। এলজিইডি কয়েকবার মাপ নিয়ে গেছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নেই।নাজিরপুর উপজেলা এলজিইডি উপ-প্রকৌশলী মো. গাফফর হোসেন বলেন, “সেতুটির বিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি। আশা করি দ্রুত নতুন করে সেতুটি নির্মাণ করা হবে।”এদিকে, দীর্ঘ সময় ধরে সংস্কারের অভাবে সেতুটি যেন ‘মরণফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network