২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

দামুড়হুদায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবক আটক

আপডেট: অক্টোবর ২০, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ইয়াবা ট্যাবলেটসহ আটক তিন যুবক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক তিন যুবক হলেন- দামুড়হুদা গুলশানপাড়ার আনসার আলী মোল্লার ছেলে রাসেল মোল্লা পিন্টু (২৬) একই এলাকার আসিকুর রহমান মিন্টুর ছেলে সবুজ (২৪) এবং দশমিপাড়ার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে জাহিদ হাসান (৩০)।

রবিবার রাত ১১টায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল খানের নেতৃত্বে একটি টিম দামুড়হুদা গুলশানপাড়ায় অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেন। রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এ অভিযানে আটকদের হেফাজত হতে উদ্ধার করা হয় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট।

এ ঘটনায় পরিদর্শক শাহ জালাল খান বাদী হয়ে ইয়াবা ট্যাবলেটসহ আটক তিন যুবকের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network