আপডেট: অক্টোবর ২৬, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
যশোর-খুলনা মহাসড়কের মুড়লী মোড় এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১.০২ কেজি ওজনের ৮টি স্বর্ণের বার এবং ১.৪৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের আংটিসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। রবিবার (২৬শে অক্টোবর) সকালে তাকে আটক করা হয়। আটক শেখ অলিউল্লা (৫৫) সাতক্ষীরা সদর থানার মধ্য কটিয়া গ্রামের শেখ আরিজুল্লাহর ছেলে।
বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় ব্যাটালিয়নের সদরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ৬টার সময় যশোর-খুলনা মহাসড়কের মুড়লী মোড় এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় শেখ অলিউল্লা নামের এক ব্যক্তিকে আটক করে তার হেফাজত হতে উদ্ধার করা হয় ৮টি স্বর্ণের বার, ১টি স্বর্ণের আংটি ও ১টি মোবাইল ফোন। যার আনুমানিক মূল্য এক কোটি ৮৩ লাখ ২৪ হাজার ১০১ টাকা।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকার যাত্রাবাড়ী থেকে যশোর হয়ে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে নিজ জিম্মায় রেখে তা বহন করছিলেন।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানায় মামলা দায়ের ও হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ যশোর জেলার সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

