আপডেট: অক্টোবর ২৩, ২০২৫
ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এক মৃত তরুণীর সঙ্গে বিকৃত যৌনাচারের প্রতিবাদে হালুয়াঘাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা অকল্পনীয়। থানা থেকে লাশের সঙ্গে তার পরিবারের সদস্যরা ময়মনসিংহ মেডিক্যালে যেতে চেয়েছিল।কিন্তু পুলিশ আইনি জটিলতার কারণে কাউকে যেতে দেয়নি।
তারা অভিযোগ করে বলেন, লাশ কাটা ঘর একটি সংরক্ষিত জায়গা, যেখানে পুলিশের ও হাসপাতাল কর্তৃপক্ষের নিরাপত্তা বেষ্টনী থাকে। এমন একটি জায়গায় কিভাবে এমন ঘটনা ঘটে, তা আমাদের জানা নেই। এ ঘটনায় জড়িত প্রধান আসামি আবু সাঈদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।পরে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও নিহত পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর পারিবারিক কলহের জেরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন তরুণী শিক্ষার্থী (২০)।পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে হালুয়াঘাট থানা পুলিশ। সেই লাশ পরদিন ২০ অক্টোবর মাহেন্দ্রযোগে হালুয়াঘাট থানা থেকে ময়মনসিংহ মেডিক্যালের মর্গে নিয়ে আসেন স্থানীয় লাশবাহক আবু সাঈদ।
লাশের ময়নাতদন্তের সময় সেখানে শারীরিক সম্পর্কের প্রমাণ পান তদন্তকারী চিকিৎসক। পরে তিনি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ কৌশলে গত মঙ্গলবার আবু সাঈদকে আটক করে। পরে আবু সাঈদ প্রাথমিকভাবে পুলিশের কাছে ঘটনার কথা স্বীকার করেন।পরে হালুয়াঘাট থানার এসআই জামাল মিয়া বাদী হয়ে আবু সাঈদের বিরুদ্ধে মামলা রুজু করেন। গতকাল বুধবার সাংবাদিকরা বিষয়টি জানতে পারেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। অভিযুক্ত আবু সাঈদ (১৯) হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

