আপডেট: অক্টোবর ২২, ২০২৫
মোহাম্মদ ইউসুফ, নিজস্ব প্রতিবেদক: বরিশাল-৪ আসনের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
বুধবার (২২ অক্টোবর) তিনি ইউনিয়নের মাঝকাজী বাজার ও বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার বলেন, আমরা জনগণের অধিকার ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি। ইসলামপন্থী নেতৃত্বের মাধ্যমে ন্যায়বিচারভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনই জামায়াতে ইসলামী’র মূল লক্ষ্য। তিনি ইসলাম, দেশ ও জনগণের স্বার্থে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা ইব্রাহীম খলিল, আলিমাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মোঃ শাহাদাত হোসেন, ইউনিয়ন সেক্রেটারী শহিদুল ইসলাম আল আমিন ও ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহীম হোসেন প্রমুখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ ও এলাকার সাধারণ জনগন অংশগ্রহন করেন।