আপডেট: অক্টোবর ১৯, ২০২৫
নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাশন(ভোলা):
“হাত ধোয়ার নায়ক হোন” শ্লোগানে ভোলার চরফ্যাশন উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী কামাল হোসেনের সভাপতিত্বে উপ-সহকারি প্রকৌশলী মো.ফিরোজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। সভায় আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো. মামুন হোসেন প্রমুখ। টিবি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকসহ শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, জীবাণুমুক্ত স্বাস্থ্য গঠনে ভালো করে সাবান দিয়ে হাত আবশ্যক । শুধু করোনাভাইরাস থেকে নয় জ্বর, ডায়রিয়ার মতো রোগের প্রাদুর্ভাব রোধেও স্বাস্থ্যবিধি মেনে হাত ধোয়া কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই কিছু সময় পরপর সাবান-পানিতে হাত ধুয়ে নিলে করোনাভাইরাসে সংক্রমণের আশঙ্কাসহ নানা ধরনের রোগব্যাধি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। এসময় বক্তারা আরো বলেন, ভালো করে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার মাধ্যমে ৩০ থেকে ৪৮ ভাগ পর্যন্ত বিভিন্ন সংক্রামক রোগ কমানো সম্ভব। তাই তারা সবাইকে পরিস্কার ও পরিছন্ন জীবন যাপনের আহবান জানান।