আপডেট: অক্টোবর ২৬, ২০২৫
স্টাফ রিপোর্টার,ভোলা:
ভোলা-৪ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেছেন,১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চেয়ে ২১ বছর পর ক্ষমতায় আসে। সম্প্রতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আন্দোলনরতদের কাছে ক্ষমা চেয়েছেন। এমনকি ১৯৭১ সালের জন্য জামায়াত ইসলামও জাতির কাছে ক্ষমা চেয়েছে। আওয়ামী লীগ বারবার ক্ষমা চেয়ে বারবার জনগনের উপর জুলুম করে জনরোষে পালিয়ে যায়, বিএনপি এমন কোনো কাজ করে না যার জন্য ক্ষমা চাইতে হবে। রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৫ টার দিকে চরফ্যাশন সদর রোডে উপজেলা বিএনপির আয়োজনে ৩১ দফা বাস্তবায়নে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাজিম উদ্দিন আলম আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা গত ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এখন আমাদের একটাই লক্ষ্য একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন। ছোটখাটো অজুহাতে নির্বাচন পিছানোর চেষ্টা চলছে, তবে আমরা চাই ড. ইউনুস ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হবে।
চরফ্যাশনের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন,গত ৩৫ বছর আমি আপনাদের সুখে–দুঃখে পাশে ছিলাম। উন্নয়ন থেকে শুরু করে বিপদে–আপদে আপনাদের সঙ্গে থেকেছি। কারও এক ইঞ্চি জমিও দখল করিনি। আমি বিশ্বাস করি, দল আমাকে মূল্যায়ন করবে। ইনশাআল্লাহ, চরফ্যাশন–মনপুরার মানুষের পাশে আমৃত্যু থাকব।
সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ট্রুম্যান, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর শাহাদাত হোসেন সায়েদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ সিকদার প্রমুখ। এর আগে দুপুরে উপজেলার ২১টি ইউনিয়ন থেকে বিভিন্ন রং এর প্লেকার্ড -ফেস্টুন সহ বাদ্যযন্ত্র বাজিয়ে কয়েক হাজার নেতাকর্মী মিছিলে মিছিলে জনসভায় অংশ নেন।

