২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

উজিরপুরে চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

আপডেট: অক্টোবর ২৮, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোল প্লাজার কাছে চলন্ত বিআরটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা যায়, বরিশাল থেকে খুলনাগামী বিআরটিসির যাত্রীবাহী বাসটি (নম্বর: ব্রাহ্মণবাড়িয়া-ব-১১-০০০৪) ইচলাদী টোল প্লাজায় পৌঁছালে হঠাৎ বাসের পেছনের দিক থেকে ধোঁয়া বের হতে থাকে। এ সময় যাত্রীরা চিৎকার শুরু করলে চালক দ্রুত বাসটি থামিয়ে সবাইকে নিরাপদে নামিয়ে দেন। মুহূর্তের মধ্যেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

বিআরটিসি বাসের চালক মো. শাহজালাল বলেন, “যাত্রীরা ধোঁয়া দেখে চিৎকার করলে আমি দ্রুত গাড়ি থামাই। এরপর দেখি আগুন লেগে গেছে। আল্লাহর রহমতে সবাই নিরাপদে নামতে পেরেছেন।”

ঘটনার খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক।”এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network