আপডেট: অক্টোবর ২৮, ২০২৫
নূরনবী হিজলা বরিশাল প্রতিনিধি:: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরিশালের হিজলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ১০ টায় উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন ও সদস্য সচিব আমির হোসেন বাঘা’র নেতৃত্বে র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু। থানা সদর খুন্না বাজার থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এখনই যুবদল মাঠে কাজ করবে। নিজের পরিবার থেকেই প্রচারণা শুরু করতে হবে, এ প্রচারণায় নিজের বাবা-মা ভাই বোন এমনকি স্ত্রীকেও প্রচারণায় অংশগ্রহণ করাতে হবে। বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিতে হবে।
বক্তারা আরো বলেন,যুবদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর কোনো অভাব থাকবে না। আমাদের হিজলা উপজেলা যুবদলের মধ্যে কোনো বিভাজন নেই। যিনি মনোনয়ন পাবেন আমরা তার পক্ষেই কাজ করব এবং ধানের শীষের প্রার্থীকে বিজয় করব।
হিজলা উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব আমির হোসেন বাঘা। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন তালুকদার

