২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূর নাক বিচ্ছিন্ন

আপডেট: অক্টোবর ২৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের নাজিরপুরে হেনারা বেগম (৫০) নামের এক গৃহবধূর নাক বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ।সোমবার সকালে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।এ সময় হামলায় ওই নারীসহ পুত্র নাঈম খান (২৬), পুত্রবধূ ঝুমুর বেগম (২২) আহত হয়েছেন। মুমূর্ষ অবস্থায় ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।আহত ওই নারীর পুত্রবধূ ও প্রত্যক্ষদর্শী ঝুমুর বেগম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তার শাশুড়ি হেনারা বেগমকে হত্যার উদ্দেশ্যে তাদের প্রতিবেশী মৃত রফিকুল ইসলাম হাওলাদারের স্ত্রী হুসি বেগম (৫০) তার দুই কন্যাকে নিয়ে ওই দিন সকালে পূর্ব থেকে ওৎ পেতে থেকে উপর্যুপরি হামলা চালায়।

এ সময় হেনারা বেগমের চিৎকারে ঘরে থাকা অন্যরা বের হলে তাদের উপরও হামলা চালানো হয়। তবে অভিযুক্তদের দাবি, তাদের উপরও হামলা করা হয়েছে। তারাও হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রতিবেশীরা বলেন, হামলাকারী হুসি বেগম স্থানীয় কিছু প্রভাবশালীর ছত্রচ্ছায়ায় থেকে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। কেউ তার প্রতিবাদ করলে তার মেয়েদের দিয়ে অপমান করান। তাই ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলেন না।এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) শেখ মো. হিলাল উদ্দিন বলেন, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। মামলা দিলে মামলা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network