আপডেট: অক্টোবর ২৮, ২০২৫
ইউনুছ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার নতুন বাজারের আল মামুন সুপারমার্কেট চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম তারেক খান, লেবুখালী ইউনিয়ন বিএনপির সভাপতি খালেক হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন (শম্ভু), হাবিবুর রহমান নান্নু, সহিদুল ইসলাম (সহিদ সরদার), স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুল হক, সদস্য সচিব মাসুদুল আলম মৃধা, কৃষক দলের সদস্য সচিব মো. ফারুক হোসেন হাওলাদার, তাঁতী দলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার, মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন জাকির, সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন আরাফাত এবং সদস্য সচিব সাঈদ মৃধা।অনুষ্ঠানে উপজেলা যুবদল ও বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

