আপডেট: অক্টোবর ২৭, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহের আয়োজনে সোমবার সকাল ১০টার দিকে ডিসি সাহিত্য মঞ্চে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
বিশেষ অতিথি ছিলেন দু্র্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
দুদকের ১৮৮তম এ গণশুনানিতে চুয়াডাঙ্গা জেলার ২৬টি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সেবাপ্রত্যাশীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সেবাপ্রত্যাশীদের উত্থাপিত মোট ৭৫টি অভিযোগের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অভিযোগসমূহের তাৎক্ষণিক প্রতিকার ও যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।
গণশুনানিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপারের প্রতিনিধি, চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিশিষ্ট নাগরিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সমাজের নানা শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

