আপডেট: অক্টোবর ২৮, ২০২৫
চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি:
চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন শশীভূষণ বাজারে ২৬০ তম উপশাখা চালু করতে যাচ্ছে পূবালী ব্যাংক। মঙ্গলবার (২৮ অক্টোবর) শশীভূষণ বাজারের হাজী সুপার মার্কেটে শশীভূষণ উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। পূবালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও বরিশাল অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার ব্যবস্থাপক কাজী রেজাউল ইসলাম রিয়াদ জানান , দেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে দেশের বিভিন্ন জনপদে পূবালী ব্যাংকের শাখা চালুর পাশাপাশি ঐতিহ্যবাহী শশীভূষণ বাজারে ২৬০ তম উপশাখা চালুর মধ্য দিয়ে ব্যাংকিং সেবার পরিসর আরও বিস্তৃত করা হবে।

