২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

উপার্জনের একমাত্র মাধ্যমই কেড়ে নিলো প্রাণ

আপডেট: নভেম্বর ২৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

মরহুম বাবুর ফাইল ছবি

যে ট্রাক্টর ছিল উপার্জনের একমাত্র মাধ্যম সেই ট্রাক্টরই কেড়ে নিলো জীবননগর উপজেলার উথলী এলাকার পরিচিত মুখ শাহাদৎ হোসেন বাবুর (৪৩) প্রাণ। রবিবার (২৩শে নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উথলী মোড়ের মৃত ওয়াজ বক্স ওরফে পটলার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত ১৫ই নভেম্বর দুপুরে এক চাষির জমি চাষ করার জন্য নিজের ট্রাক্টর চালিয়ে মৃগমারীর দিকে যাচ্ছিলেন বাবু। পথিমধ্যে উথলী ঈদগাহের নিকট পৌঁছালে কলাগাছ বোঝায় একজন বাইসাইকেল ট্রাক্টরের লাঙলের সাথে বেধে সড়কের উপর উল্টে পড়ে যায়। এসময় ট্রাক্টর থামিয়ে পিছনে তাকিয়ে দেখতে গেলে অসাবধানতাবশত ট্রাক্টরসহ তিনি সড়কের উপর থেকে বেশ কয়েক ফুট নিচে খাদে পড়ে যেয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। পরে চুয়াডাঙ্গার একটি ক্লিনিক থেকে এক্সরেসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করে রাতেই তাকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় নিয়ে যাওয়ার পর তাকে ভর্তি করা হয় শ্যামলীর রিদয় জেনারেল হাসপাতালে। সেখানে আইসিউতে বেশ কয়েকদিন ভর্তি থাকার পরেও অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার তাকে ভর্তি করা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রবিবার সকাল ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুসাইন, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন তুষার, মিজানুর রহমান মিজান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

দুপুর ১২টার দিকে ঢাকা থেকে তার লাশ নিয়ে গ্রামের বাড়ি উথলীর উদ্দেশ্যে রওনা হয়েছেন স্বজনরা। লাশ পৌঁছানোর পর রাতেই তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network