২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

গাজীপুরে ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে আটক ১

আপডেট: নভেম্বর ২২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর শ্রীপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি মেসেঞ্জার গ্রুপে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযোগ ওঠার পরই স্থানীয় তৌহিদী জনতা বিক্ষোভ শুরু করেন।

আটক বাঁধন সাহা (৩২) উপজেলায় বরমী ইউনিয়নের বাসিন্দা।বিক্ষোভকারীদের দাবি, আটক বাঁধন সাহা আন্তর্জাতিক হিন্দু ধর্মীয় সংগঠন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশাসনেস (ইসকন) এর সক্রিয় সদস্য।শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বরমী ইউনিয়নের বরমী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় ফয়সাল আহমেদ সাদেক নামে এক যুবক অভিযোগ করে বলেন, “মেসেঞ্জার গ্রুপে তিনি আমাদের প্রিয় নবীকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি ছড়িয়ে পড়তেই আশপাশের মসজিদ–মাদ্রাসার ইমাম ও মুসল্লিরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ জনতা দ্রুতই তার বাড়ির সামনে জড়ো হতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিক উদ্যোগ নেয়।”

এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরমী শাখার সভাপতি মাওলানা মাহাদী হাসান বলেন, “এ ধরনের কটূক্তি কোনোভাবেই সহ্য করা যায় না। আমরা ন্যায়বিচার চাই। সঠিক বিচার না হলে ইসলামী তৌহিদী জনতা কঠোর প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হবে।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, বিক্ষোভের কারণে স্থানীয় পরিবেশ কিছুক্ষণ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই অভিযুক্তকে আটক করা হয়েছে। পরে বরমী বাজার মুক্তমঞ্চে জড়ো হওয়া হাজারো মানুষকে ন্যায়বিচারের আশ্বাস দিয়ে শান্ত করা হয়।

ইসকন সদস্য হওয়ার অভিযোগ প্রসঙ্গে ওসি জানান, স্থানীয় জনতা এমন দাবি করেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তদন্তে সবকিছু পরিষ্কার হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network