২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

দাওয়াত না দেওয়ায় বিয়ে বাড়িতে হামলা, আহত ১০

আপডেট: নভেম্বর ২২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

প্রতিবেশীকে দাওয়াত না দেওয়ায় বিয়ে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার (২২শে নভেম্বর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার বাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বাকড়ি গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়েতে প্রতিবেশি শাহিন উদ্দিনকে দাওয়াত না দেওয়ায় শুক্রবার রাতে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। এরই জেরে শনিবার সকালে শাহিন লোকজন নিয়ে রফিকুলের বাড়িতে হামলা করে। এসময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network