নিজস্ব প্রতিবেদক :: বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সাহেবপুরে গোয়াল ঘরের সিঁদ কেটে এক কৃষকের দুইটি গরু চুরি হয়েছে। জানা গেছে, সোমবার (২২ নভেম্বার) দিবাগত গভীররাতে সাহেবপুর গ্রামের জুলহাস (৪০) এর বাড়ির গোয়াল ঘরের সিঁদ কেটে চোরেরা দুইটি গরু চুরি করে নিয়ে যায়।
চুরি হয়ে যাওয়া গরুগুলোর মালিক জুলহাস বলেন, প্রতিদিনের মতো রবিবার রাতে আমি গাভী দুইটি গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়ি। এরপর গভীররাতে চোরেরা গোয়াল ঘরের সিঁদ কেটে ভিতরে প্রবেশ করে গরু চুরি করে নিয়ে যায় । চুরি হয়ে যাওয়া দুইটি গরুর আনুমানিক মূল্য হবে ১ লাখ ১০ হাজার টাকা। স্থানীয়দের ধারণা, সক্রিয় গরু চোরচক্র ধারাবাহিকভাবে একই কায়দায় এই এলাকায় গরু চুরি করছে।
দ্রুত চোরদের গ্রেপ্তার ও চুরি হয়ে যাওয়া গরুগুলো উদ্ধারের দাবি জানিয়েছে এলাকাবাসী। এই বিষয়ে বাকেরগঞ্জ থানায় অভিযোগ করা হবে। বাকেরগঞ্জে গত কয়েক মাসে শতাধিক গরু চুরির ঘটনা ঘটছে। হঠাৎ আশঙ্কা হারে গরু চুরি বাড়ায় চরম বিপাকে পড়েছেন খামারি ও গৃহস্থরা। এলাকাবাসী বলছেন, পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে কমানো যাচ্ছেনা গরু চুরি।