আপডেট: নভেম্বর ২২, ২০২৫
দিনাজপুরের কাহারোল উপজেলায় মিনিবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একই পরিবারের চারজন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন যাত্রী।শনিবার দুপুরের দিকে দিনাজপুর-দশমাইল সড়কের নশিপুর গম গবেষণা কেন্দ্রের সামনে ঘটে এই দুর্ঘটনা।মৃত ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে- মর্জিনা বেগম, তানজিমা বেগম, সাদিয়া ও শাম্মী আক্তার।স্থানীয়রা জানান, পঞ্চগড় থেকে দিনাজপুরের দিকে আসছিল ওয়াকা পরিবহনের একটি মেইল বাস।
বাসটি নশিপুর এলাকায় পৌঁছালে কমলপুর থেকে কান্তনগর মেলায় যাত্রী বহনকারী একটি ব্যাটারিচালিত ইজিবাইককে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়, যার মধ্যে একটি শিশুও ছিল।
পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়। আহতদের নশিপুরের একটি স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, ইজিবাইকটি সংঘর্ষের পর পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়।ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয় এবং আরেকজন হাসপাতালে যাওয়ার পথে প্রাণ হারান। নিহতদের দেহ থানায় নেওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হবে।তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা গেলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

