২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

ধরা পড়ল ৩৫ কেজির পোয়া, দাম হাঁকছে ১২ লাখ

আপডেট: নভেম্বর ২২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের উপকূলে জেলে আব্দুল গণির জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের একটি কালো পোয়া মাছ।শনিবার (২২ নভেম্বর) সকালে দ্বীপের পশ্চিম অংশের বঙ্গোপসাগরে জাল টানার সময় মাছটি ধরা পড়ে।

জেলে আব্দুল গনি জানান, ধরা পড়া মাছটির দাম তিনি ১২ লাখ টাকা দাম হাঁকিয়েছেন। স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ আজিম ৭ লাখ টাকায় মাছটি কিনতে আগ্রহ প্রকাশ করলেও জেলে গণি সেই দামে দিতে রাজি হননি। এখনো মাছটি বিক্রি হয়নি বলে জানান তিনি।ব্যবসায়ী মোহাম্মদ আজিম বলেন, ‘‘মাছটির ওজন প্রায় ৩৫ কেজি। আমি ৭ লাখ টাকা দিতে চেয়েছি কিন্তু তিনি বিক্রি করেননি।’’

স্থানীয়রা জানান, সেন্টমার্টিন এলাকায় এত বড় কালো পোয়া মাছ খুব কম ধরা পড়ে। আব্দুল গনি গত বছরও এ রকম একটি বড় কালো পোয়া মাছ ধরে ভালো দামে বিক্রি করেন। বার বার গণির জালে বড় মাছ ধরা পড়াকে কেন্দ্র করে দ্বীপে আলোচনা চলছে।

টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, “পোয়া মাছের পেটের ভেতরে বায়ুথলি থাকে, যাকে স্থানীয় ভাষায় ‘ফুলা’ বলা হয়। এই ফুলা শুকিয়ে বিদেশে ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে বিক্রি হয়, যার ফলে পোয়া মাছের দাম সাধারণ মাছের তুলনায় অনেক বেশি।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network