আপডেট: নভেম্বর ২৪, ২০২৫
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর মির্জাগঞ্জের শ্রীমন্ত নদে ঝাকি জাল দিয়ে মাছ শিকার করার সময়ে এক ব্যক্তির জালে ধরা পড়েছে ৫ কেজি ১০০ গ্রাম ওজনের একটি চিতল মাছ। রোববার বিকেলে উপজেলা সদরস্থ সুবিদখালী হাইস্কুলের সামনে অস্থায়ী মাছ বাজারে মাছটি বিক্রি হয়েছে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৬ হাজার ১২০ টাকা।
দুপুরের পরে উপজেলার সুবিদখালী বাজারের খেয়াঘাট এলাকায় শখের বসে ঝাকি জাল দিয়ে শ্রীমন্ত নদে মাছ ধরতে যান সুবিদখালী ঋষি পট্টির কার্তিক ঋষি। স্রোতের মুখে ঝাকি জাল দিয়ে জাল ফেললে জালের মধ্যে পড়ে চিতল মাছটি। পরে নদীতে নেমে অনেক কষ্টে রশি দিয়ে বেঁধে মাছটি উপরে তুলতে সক্ষম হন কার্তিক ঋষি। মাছটি তীরে আনার পরে এই মাছটি দেখার জন্য কার্তিক ঋষির বাড়িতে ভিড় করেন এলাকার মানুষ।
কার্তিক ঋষি জানান, শখের বসে নদীতে মাছ ধরতে যাই। এত বড় চিতল মাছ ছোট ঝাকি জাল দিয়ে ধরতে পারবো তা কখনো স্বপ্নেও ভাবিনি। মাছটি বাড়িতে নিয়ে আসার পরে শত শত মানুষ একনজর দেখার জন্য ভিড় করে। কেউ ছবি তুলে নিয়ে যাচ্ছেন। তবে মাছটি বিক্রি করে দিয়েছি।সুবিদখালী বাজারের মাছ ব্যবসায়ী রনজিৎ দাস জানান, শ্রীমন্ত নদে এত বড় একটি চিতল মাছ ধরা পড়েছে। এলাকার ছোট ভাই কার্তিক ঋষি মাছটি সুবিদখালী সরকারি হাইস্কুলের সামনে বৈকালীন অস্থায়ী মাছ বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। তবে ঝাকি জালে এত বড় মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার। যেখানে বড় বেড়জালেও এ মাছ আটকানো যায় না।

