আপডেট: নভেম্বর ২৪, ২০২৫
আপটেড নিউজ ডেস্ক:: বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে বরিশাল নগরীতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশালস্থ ভোলাবাসীর আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বরিশাল নগরীর বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এই সেতু শুধু ভোলার নয়, সমগ্র দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটাবে। বহু বছর ধরে আলোচনা হলেও বরিশাল-ভোলা সেতু নির্মাণের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। অথচ এই সেতু হলে ভোলাবাসীর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যাতায়াত সহজ হবে এবং শিল্পকারখানা স্থাপনের পথ খুলে যাবে।
বক্তারা দাবি করেন, দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নের স্বার্থে অবিলম্বে সেতু নির্মাণের কার্যক্রম শুরু করতে হবে। ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন হলে স্থানীয় কৃষি, মৎস্য ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।বিশেষ করে ভোলার বিশাল গ্যাসমজুত দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে। তাই সরকারের প্রতি দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা।

