১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

দামুড়হুদায় পরিত্যক্ত ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পরিত্যক্ত ডোবা থেকে কামাল উদ্দিন (৭৩) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে সদর ইউনিয়নের দশমীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামাল উদ্দিন দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামের মৃত বিশারত আলীর ছেলে। পরিবারের দাবি তিনি মানসিক রোগী ছিলেন। তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো একসময় তিনি ডোবায় পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছেন।

মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দুপুরে স্থানীয় এক সংবাদকর্মীর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় দামুড়হুদা উপজেলা গেটের উল্টো দিকের একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরবর্তীতে থানায় এসে মরদেহটি কামাল উদ্দিনের বলে শনাক্ত করেন নিহতের পরিবারের সদস্যরা। তিনি উপজেলা শিক্ষা অফিসের করণিক ছিলেন। তবে ১৪-১৫ বছর আগে তিনি অবসরে গেছেন। অবসরে যাওয়ার পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝেমধ্যেই কাউকে কিছু না বলে তিনি বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং পরবর্তীতে আবার ফিরে আসতেন। বেশ কয়েকদিন বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে বাড়িতে নিয়ে আসতেন। উনার বোতল ও এ জাতীয় জিনিস কুড়ানোর অভ্যাস ছিল। মঙ্গলবার আসরের নামাজের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network