আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
নির্বিচারে অতিথি পাখিসহ অন্যান্য পাখি নিধন বন্ধে ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে সচেতনতামূলক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘ জীবননগর উপজেলার শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টার সময় জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
উক্ত আয়োজনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অতিথি পাখি শিকার বন্ধ, জলাভূমি ও বনাঞ্চল সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষার দাবি জানিয়ে বলেন, শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি জীবননগর এলাকার নদী ও জলাশয়ে আশ্রয় নেয়। কিন্তু অবৈধ শিকার ও পরিবেশ ধ্বংসের ফলে এসব পাখি আজ হুমকির মুখে। পাখি শিকার বন্ধে আইন প্রয়োগ জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নাই।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক এইচএম শামসুজ্জামান, কালের কণ্ঠের জীবননগর প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা জহিরুল ইসলাম, সংগঠনের সভাপতি শামুসল আলম, উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম, আলোকচিত্রী টুটুল নেছার, সাংবাদিক এমআই মুকুল, স্বেচ্ছাসেবক সামিউল ইসলাম অভি, মামুন নীরবসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

