আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
দামুড়হুদার কোমরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ইউসুফ সাধু (৬৫) নামের একজনকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। শুক্রবার (১৯শে ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে তাকে আটক করা হয়। আটক ইউসুফ সাধু কোমরপুর গ্রামের মাঠপাড়ার মৃত আ. রহমানের ছেলে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই জুম্মান খান সঙ্গীয় অফিসার ফোর্সসহ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের পূর্বপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ইউসুফ সাধু নামের একজনকে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ১ কেজি গাঁজা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

