২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

বাকেরগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপডেট: ডিসেম্বর ২০, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ:: বরিশালের বাকেরগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তীব্র শীত মোকাবেলায় সংগঠনটির উদ্যোগে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের উত্তর ফালাঘর গ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকার ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে ফালাঘর গ্রামের প্রত্যন্ত এলাকায় ‘উত্তর ফালাঘর একতা সংঘ ‘ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এতে অর্ধশত শীতার্ত, দরিদ্র ও অসহায় মানুষকে কম্বল প্রদান করা হয়। কম্বল বিতরণের উপস্থিত থাকেন, উত্তর ফালাঘর একতা সংঘের সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক রাজিব হাওলাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নয়ন। স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ জানান, শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে দিনমজুর, বৃদ্ধ, নারী ও পথচারীরা। তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। কম্বল পেয়ে শীতার্তরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের জন্য অনেক বড় উপকারে এসেছে। এমন উদ্যোগ নেওয়ায় সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network