২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

চরফ্যাসনে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

আপডেট: জুলাই ৩১, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া,চরফ্যাসন( ভোলা):
“ভরবো  মাছে মোদের দেশে-গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে চরফ্যাসনে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৪ উদযাপন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন চত্বরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশাল র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার । বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, এফডিএ’র নির্বাহী পরিচালক কামাল উদ্দিন, উপজেলা মৎস্যজীবি লীগ সভাপতি মো: শাজাহান, মাদ্রাজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম সরমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মেরিন ফিশারিজ অফিসার সাইদুর রহমান। অনুষ্ঠানে উপজেলার ৫ শতাধিক জেলে ও মৎস্য চাষীরা অংশ গ্রহণ করেন।
আলোচনা সভা শেষে মৎস্য ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অবদান রাখায় বেসরকারী প্রতিষ্ঠান পরিবার উন্নয়ন সংস্থা( এফডিএ) কে পুরস্কৃত করা হয়।
এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অতিথিরা
উপজেলা পরিষদের পুকুরে দেশী মাছের পোনা অবমুক্ত করেন ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network