১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

ফার্মেসি ব্যবসার আড়ালে মদ বিক্রি, আটক ৩

আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: লক্ষ্মীপুরে ফার্মেসির ব্যবসার আড়ালে মদ বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের থানা সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় ২৩ বোতল মদ জব্দ করা হয়।
আটকরা হলেন- পৌর এলাকার বাঞ্চানগর গ্রামের মৃত রাধা বল্লভ সাহার ছেলে কিশোর কুমার সাহা (৬২), তার ছেলে জয় সাহা (৩০) এবং মৃত অনিল চন্দ্র বাচার ছেলে শ্রীধাম চন্দ্র বাচার (৪৩)।

লক্ষ্মীপুর সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের থানা রোড এলাকার নদী বাংলা রশীদ চৌধুরী কমপ্লেক্স সংলগ্ন ‘জয় ফার্মা’ নামে একটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। ফার্মেসির পেছনে কিশোর কুমার সাহার বাসা থেকে ২৩ বোতল মদ জব্দ করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ খালি বোতলও পাওয়া যায়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ফার্মেসি ব্যবসার আড়ালে তারা দীর্ঘদিন ধরে মদ বিক্রি করছিলেন। আইনি ব্যবস্থা নিতে আটক তিনজনকে জেলা সদর থানায় হস্তান্তর করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network