১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

পায়রা সেতুতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর পা বিচ্ছিন্ন

আপডেট: অক্টোবর ৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুতে ছবি তুলতে গিয়ে পিকআপভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী মনির হোসেন (৫৮)। ভয়াবহ ওই দুর্ঘটনায় তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনির হোসেন সেতুর উত্তর প্রান্তে মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে মোবাইল ফোনে ছবি তুলছিলেন। এ সময় বরিশালগামী একটি দ্রুতগামী পিকআপভ্যান তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে গিয়ে মনিরের ওপর পড়ে এবং ঘটনাস্থলেই তার বাম পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত মনির হোসেনের প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। তাকে বাঁচাতে জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। আহত মনিরের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা গ্রামে।

এদিকে, ভয়াবহ এ দুর্ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীরা জানান, পায়রা সেতু এলাকায় অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দুর্ঘটনা নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা স্থাপন ও পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “দুর্ঘটনায় জড়িত পিকআপভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। চালককে গ্রেপ্তার ও গাড়িটি আটক করার অভিযান অব্যাহত রয়েছে।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network