১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

‎গৌরনদীতে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু, চালক পলাতক

আপডেট: অক্টোবর ৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

‎গৌরনদীতে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু, চালক পলাতক

‎গৌরনদী প্রতিনিধি।।বরিশাল জেলার গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় রশিদ খান (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার, ৪ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক সকাল ১১:৩০ ঘটিকার দিকে আশোকাঠী ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

‎নিহত রশীদ খান পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বাউফল পৌরসভার বাংলাবাজারের বাসিন্দা (পিতা: মো. ছবেদ আলি খান)। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি একটি অজ্ঞাতনামা ‘অন্তরা পরিবহন’ বাসের যাত্রী ছিলেন এবং মহাসড়ক পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন।

‎পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বরিশাল থেকে ঢাকাগামী ‘সেভেন স্টার পরিবহন’ (রেজিঃ নং-যশোর-ব-১২-৪১৫১) নামের একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় পথচারী রশিদ খানকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রশিদ গুরুতর জখম হন।

‎স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

‎দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরপরই বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত সেভেন স্টার পরিবহন বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

‎দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের যানচলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network