আপডেট: অক্টোবর ৪, ২০২৫
গৌরনদীতে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু, চালক পলাতক
গৌরনদী প্রতিনিধি।।বরিশাল জেলার গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় রশিদ খান (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার, ৪ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক সকাল ১১:৩০ ঘটিকার দিকে আশোকাঠী ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত রশীদ খান পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বাউফল পৌরসভার বাংলাবাজারের বাসিন্দা (পিতা: মো. ছবেদ আলি খান)। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি একটি অজ্ঞাতনামা ‘অন্তরা পরিবহন’ বাসের যাত্রী ছিলেন এবং মহাসড়ক পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বরিশাল থেকে ঢাকাগামী ‘সেভেন স্টার পরিবহন’ (রেজিঃ নং-যশোর-ব-১২-৪১৫১) নামের একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় পথচারী রশিদ খানকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রশিদ গুরুতর জখম হন।
স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরপরই বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত সেভেন স্টার পরিবহন বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের যানচলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।