১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

ঢাকাস্থ হিজলা উপজেলা ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ হিজলা উপজেলা ফোরামের উদ্যোগে ঢাকায় বসবাসরত হিজলা উপজেলার বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বিকাল ৪ টায় মিছবাহুল উলুম কামিল মাদ্রাসা, মতিঝিলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ হিজলা উপজেলা ফোরামের আহ্বায়ক বিশিষ্ট ইসলামী স্কলার ড. মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যাংকার মোঃ তসলিম উদ্দিন।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম. কামাল উদ্দিন জসিম, ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সভাপতি ছগির বিন সাঈদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বরিশাল-৪ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন ও উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আরিফুজ্জামান রাসেল, এনসিসি ব্যাংক পিএলসি’র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দেওয়ান রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন খোকন ও মোঃ ইয়াছিন মোল্লা, ইবনে সিনা হাসপাতালের এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ সিফাত উল্লাহ, ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলের কর্মকর্তা মোঃ সাইদুল আলম প্রমুখ। এছাড়াও ঢাকায় বসবাসরত হিজলা উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network