আপডেট: নভেম্বর ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক: বরিশাল মহানগরীর ১০ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে তরুণ ও কিশোর খেলোয়ারদের মাঝে খেলা সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে নগরীর বেলস পার্ক মাঠে খেলা সামগ্রী গ্রহণ করে অর্ধ শতাধিক তরুণ খেলোয়ার।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কোতয়ালী থানা সভাপতি মাহমুদুল হাসান কামাল, কোতয়ালী থানার সহ সভাপতি মাহাদী হোসাইন, ১০নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সৈয়দ ছিদ্দিকুর রহমান আজাদ, ওয়ার্ড সেক্রেটারি জাহঙ্গির হোসেন আকন।
এছাড়া জামায়াতের যুব বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

