আপডেট: নভেম্বর ২, ২০২৫
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে কারখানায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রায় ৯৮ কোটি টাকার ক্ষতির অভিযোগে ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতনামা শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে কারখানার প্রশাসন ব্যবস্থাপক আবুল কালাম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলাটি করেন। মামলার বিষয়টি রোববার (২ নভেম্বর) জানাজানি হয়।
মামলার সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে গত ২৩ অক্টোবর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের এ এ ইয়ার্ন মিলস্ লি. কারখানায়। বকেয়া বেতনের দাবিতে ওইদিন শ্রমিকরা আন্দোলনে নামেন এবং একপর্যায়ে কারখানায় ব্যাপক ভাঙচুর চালান। এসময় তারা কারখানার যন্ত্রপাতি, আসবাবপত্র ও অন্যান্য মালামাল নষ্ট করে এবং নগদ টাকা ও প্রায় ৪০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।
কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দাবি, শ্রমিকদের তাণ্ডবে কারখানার মোট ক্ষতির পরিমাণ প্রায় ৯৮ কোটি টাকা।এরপর ২৭ অক্টোবর শ্রমিকরা পুনরায় বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন। ওইদিন কর্তৃপক্ষ পাওনা পরিশোধের পর কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। পরদিন শ্রমিকরা কারখানার ফটকে সেই নোটিশ দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শুরু করে। তারা সড়কে আবর্জনা ফেলে আগুন ধরিয়ে দেয়, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. মনির হোসেন জানান, শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে। তবে তারা বেতনের দাবিতে অযথা উত্তেজনা সৃষ্টি করে কারখানায় ব্যাপক ক্ষতি করেছে। নতুন যন্ত্রপাতি স্থাপন না করা পর্যন্ত উৎপাদন কার্যক্রম শুরু করা সম্ভব নয়, তাই কিছুটা সময় লাগতে পারে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, ‘কারখানার পক্ষ থেকে মামলা করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

